বরিশালে বিএনপির পৃথক অবস্থান কর্মসূচি

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি আদায়ে বরিশালে পৃথক অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির (দক্ষিণ) উদ্যোগে এই কর্মসূচি হয়। বিকালে অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি করে মহানগর ও উত্তর জেলা বিএনপি।

দুপুরে জেলা বিএনপির (দক্ষিণ) কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। জেলা বিএনপি (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে ও আবুল কালাম শাহিনের সঞ্চালনায় বক্তৃতা দেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, কোতয়ালী বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত বাচ্চু, জেলা যুবদলের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু প্রমুখ। বিকেলে মহানগর ও জেলা বিএনপির (উত্তর) অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম), প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা দেয়ান মোহাম্মদ শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ।