নারায়ণগঞ্জে ৫০৮ শিক্ষার্থী পেল ৪৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কর্তৃক শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিএসসি) ১০ জন, জেএসসির ৩ জন, এসএসসির ৬২ জন, এইচএসসি’র ৪ জনসহ মোট ৭৯ জন শিক্ষার্থীর মাঝে সাড়ে ৯ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। অদ্যাবধি দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কর্তৃক গত এক বছরের ব্যবধানে ৫০৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪৪ লাখ ৮৯ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

এ সময় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রধান কার্যালয়ের পরিচালক (ঋণ কার্যক্রম) মো. সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ ইসমত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক ডিএসকে সুমন হালদার। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নারায়ণগঞ্জ কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমান।

আমিনুর রহমান জানান, পিএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ৮ হাজার টাকা, জেএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ১০ হাজার টাকা, এসএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ১২ হাজার টাকা ও এইচএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ২৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।