সিপিডির প্যারেন্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি) সম্প্রতি এনজিওবিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্লট-ই, ১৩/বি, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭, ঢাকায় ১১৫ জন মাকে নিয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে যারা মাদারস্কুল প্রকল্পে ৫ মাসের প্যারেন্টিং প্রশিক্ষণ সম্পন্ন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মারিয়া অরি, উইমেন উইদাউট বর্ডারসের প্রজেক্ট ম্যানেজার এবং উইমেন উইদাউট বর্ডারসের প্রজেক্ট ম্যানেজার মিশেল ফারান্ড। গ্র্যাজুয়েশন সেমিনারে অতিথি প্যানেলে আরো ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের পাশাপাশি, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার রোখসানা ইসলাম সুজানা, সিপিডির নির্বাহী পরিচালক মোসলেমা বারী। মায়েদেও মাঝে ইতিবাচক পদ্ধতিতে সন্তান লালন-পালনেরপ্রশিক্ষণ দেয় মাদারস্কুলস। এটা মায়েদের তাদের সন্তানদের সামাজিক অবক্ষয় থেকে ইতিবাচক উপায়ে বড় করতে সাহায্য করে। মাদারস্কুল আমাদের সমাজ থেকে সব ধরনের সহিংসতা চরমপন্থা এবং মৌলবাদ প্রতিরোধ করার চেষ্টা করছে। মাদারস্কুলস প্রকল্প, অস্ট্রিয়া ভিত্তিক একটি বেসরকারি সংস্থা উইমেন উইদাউট বর্ডারস দ্বারা অর্থায়ন করা হয়। বাংলাদেশ অংশে এই প্রকল্পে সহায়তা করছে মানুষের জন্য ফাউন্ডেশন। সে অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়ন করছে সিপিডি।