ঢাকা ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড

বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি পরিচালিত ‘বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ড’ আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২২-এর ফলাফল কার্যনির্বাহী সভায় উপস্থাপন ও অনুমোদিত হয়। গতকাল সোমবার দুপুর ১২টায় উক্ত ফলাফল রংপুর লালকুঠি মোড়ের নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট সোসাইটি কার্যালয়ে প্রকাশ করা হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩২ হাজার ৩৯৪ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে ট্যালেন্টপুল ৩ হাজার ৯১ জন ও সাধারণ গ্রেড ৫ হাজার ৪৯৮ জন সর্বমোট ৮৫৮৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। এ ব্যাপারে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড খায়রুল আলম বলেন, আমরা সরকারি বিধি মোতাবেক নিয়মতান্ত্রিক ভাবে পরীক্ষা নিয়ন্ত্রণ করেছি। ফলাফলে আমরা খুবই সন্তুষ্ট। বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, আমরা বৃত্তির ফলাফলে সন্তুষ্ট। আমাদের ৩০৯১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, সাধারণ গ্রেডে ৫৪৯৮ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত