ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ববির ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর মামলা

ববির ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর মামলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলের মধ্যে প্রতিপক্ষের মারধরে তিন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ১১ সহপাঠীর বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় গত বুধবার রাতে মামলাটি করেন আহতদের একজন রাজু মোল্লা (২৩)। মামলায় ববির ১১ জন শিক্ষার্থীসহ নামধারীসহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়- আসামিরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারে জনতাবদ্ধ হয়ে দা, লোহার রড ও পাইপ নিয়ে হলের কক্ষে অনধিকার প্রবেশ করে। তখন অভিযুক্ত তানজিদ মঞ্জু হত্যার উদ্দেশ্যে আহত রাজুর মাথায় কোপ দেয় বলে অভিযোগ করা হয়। এছাড়াও ভাঙচুর, ক্ষতিসাধন, অবৈধভাবে আটকে মারধরসহ চুরির অভিযোগ আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি আসাদুজ্জামান।

এর আগে শনিবার দিনগত রাত ১২.১০ মিনিটে ববির শের-ই-বাংলা হলে প্রবেশ করেন একদল শিক্ষার্থী। তখন তারা মার্কেটিং বিভাগের অনার্সের শিক্ষার্থী রাজু মোল্লা ও মিলন হোসাইন, উদ্ভিদ বিজ্ঞানের সিফাত হোসাইনকে মারধর করে বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত