ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে শাড়ি লুঙ্গি ও অর্থ বিতরণ জেলা যুবলীগের

রংপুরে শাড়ি লুঙ্গি ও অর্থ বিতরণ জেলা যুবলীগের

রংপুরে প্রায় ছয় শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুরস্থ বঙ্গবন্ধু ম্যুরালে যুবলীগ নেতা লক্ষীণ চন্দ্র দাসের উদ্যোগে এসব শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছায়াদাৎ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ। অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবু লক্ষীণ চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, জেলা যুবলীগ নেতা ডিজেল আহমেদ, রাজু মিয়া, মিলন প্রমুখ।

সাবেক যুগ্ম আহ্বায়ক জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত