ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের মানববন্ধন

৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের মানববন্ধন

ঈদ-পূজাসহ ধর্মীয় উৎসবের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসসহ ৯ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঈদে লঞ্চ, বাস, ট্রেনসহ যানবাহনের ভাড়া কমানোর দাবিও তোলা হয়।

বরিশাল বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেনথ কৃষক নেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোসনা বেগম। মানববন্ধনে বক্তারা বলেন, অনেক সময় শ্রমিক কর্মচারীদের বেতন ঈদের পর দেয়া হয়। তাহলে একজন শ্রমিক কীভাবে তার স্ত্রী সন্তান নিয়ে ঈদ করবে। পাশাপাশি ঈদে ঘরমুখো শ্রমিকদের বাড়ি ফেরার সময় অতিরিক্ত ভাড়া আদায় করে লঞ্চ ও বাসমালিকরা। তাদের ভাড়া কমানোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত