ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে ভূমিধসের ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম পরিচালনা

চট্টগ্রামে ভূমিধসের ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম পরিচালনা

গত শুক্রবার ১৭৪৫ ঘটিকায় চট্টগ্রামের ফয়েজ লেক আকবরশাহ মাজার এলাকার নিকটবর্তী বেলতলিঘোনায় ভূমিধসের ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের নির্দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ২০৩০ ঘটিকায় সেনাবাহিনীর একটি সার্চ অ্যান্ড রেসকিউ এবং একটি মেডিক্যাল দল মোতায়েন করা হয়। এছাড়াও ভূমিধস এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়।

পর্যাপ্ত আলোর অভাব ও নতুন কোনো নিখোঁজ ব্যক্তির সম্ভাব্যতা না থাকায় গত শুক্রবার রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। ভূমিধস এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনে সেনা সদস্যরা পুনরায় তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত