পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

গতকাল শনিবার সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ’৭১ মিলনায়তন’-এ ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস-২০২৩’ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পিএসসির চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করেন। পিএসসির ৫১তম প্রতিষ্ঠা দিবসে দেশের সর্বোত্তম মেধাবীদের নিয়োগে সুপারিশ করে জাতির পিতার সোনার বাংলা গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ম কমিশনের বিজ্ঞ সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আ: হামিদ জমাদ্দার। এছাড়া অনুষ্ঠানে কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।