ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশাল নগরীর চার স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি

বরিশাল নগরীর চার স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তিসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ ১০ দফা দাবিতে বরিশালে পৃথক চারটি অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি করে বরিশাল সদর উপজেলা বিএনপি। দুপুর তিনটা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর তিন স্থানে অবস্থান কর্মসূচি করেছে মহানগর বিএনপি।

নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকার অবস্থান কর্মসূচি হয়েছে অশ্বিনী কুমার হলের সামনে। কাউনিয়া থানা এলাকার অবস্থান কর্মসূচি হয়েছে সোনালী আইসক্রিম মোড়ে। এছাড়া কাশিপুর বাজারে এয়ারপোর্ট থানা এলাকার অবস্থান কর্মসূচি হয়েছে। বরিশাল সদর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও বিশেষ অতিথি জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম। মহানগর বিএনপির উদ্যোগে কোতয়ালী মডেল থানা এলাকার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক কেএম শহিদুল্লাহ ও জিয়াউদ্দিন সিকদার। কাউনিয়া থানা এলাকার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু ও মাকসুদুর রহমান মাকসুদ। এয়ারপোর্ট থানা এলাকার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদার ও শাহ আমিনুল ইসলাম আমিন। বক্তারা বলেন, বরিশালসহ সব সিটি কর্পোরেশনে এই সরকার তামাশার তফসিল ঘোষণা করেছে। বাংলাদেশের মানুষ তোমাদের চেনে। তোমাদের আইন কানুনের দরকার হয় না, জনগণের ভোটের দরকার হয় না। নাটক শুরু করেছে তফসিল ঘোষণার মাধ্যমে। এই হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দেয়া আজ বিএনপির দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত