বিজ্ঞান জাদুঘরে পদ্মা সেতুর মডেল

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

পদ্মা সেতুর একটি থ্রি-ডি (৩উ) মডেল বিজ্ঞান জাদুঘরকে দেয়া হয়েছে। সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে সেতু ভবনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর কাছে সেতুর মডেলটি হস্তান্তর করেন। গত ২৬ জুন পদ্মা সেতু জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়। সেই থেকে জনসাধারণের মধ্যে সেতুটি সম্পর্কে আগ্রহ ও কৌতূহল বাড়ছে।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান জাদুঘরে পদ্মা সেতুর এ মডেল জনসাধারণের জানার পরিধি এবং শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে বড় করবে। পাশাপাশি সেতু নির্মাণের কলাকৌশল ও প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে। এতে করে ভবিষ্যতে বাংলাদেশের প্রকৌশলীরাই নিজ মেধা ও যোগ্যতা বলে সেতু নির্মাণ করবে।