ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গণ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন

গণ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন

গণ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আবুল হোসেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়। এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর, গণ বিশ্ববিদ্যালয়কে ওই বিশ্ববিদ্যালয়েয়র ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত