লোভ দেখিয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ একজন গ্রেপ্তার

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

শেয়ার বাজারের ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণা করে পঞ্চাশ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা চেক প্রতারণা মামলায় ১ বছরের দন্ডপ্রাপ্ত আসামি সঞ্জয় চন্দ্র সাহাকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি টিম। ঢাকার পল্টন থানাধীন রমনা ভবন মার্কেট থেকে ১১ এপ্রিল দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সঞ্জয় চন্দ্র সাহা কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন চাঁপানগর এলাকার বাসিন্দা প্রজিত চন্দ্র সাহার ছেলে। গতকাল বুধবার দুপুরে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার আসামী সঞ্জয় চন্দ্র সাহা মডার্ণ হারবাল লি. এর একজন কর্মচারী। সে ২০১৮ সালে মামলার বাদী ডা. ওয়াহেদুজ্জামানের কাছ থেকে শেয়ার বাজারের ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণা করে পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাৎ করে। গ্রেপ্তার সঞ্জয় উক্ত টাকা ফেরত না দিয়ে বাদীকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে থাকে।

পরবর্তীতে সে প্রতারণা করার উদ্দেশ্যে বাদীকে পঞ্চাশ লক্ষ টাকার একটি ভুয়া চেক প্রদান করে। বাদী তার টাকা না পেয়ে অসহায় হয়ে কুমিল্লা জেলা আদালতে একটি সিআর মামলা করেন। এছাড়াও আরো জানা যায়, গ্রেপ্তার সঞ্জয় একজন পেশাদার প্রতারক। সে অভিনব কৌশলে সমাজের সম্ভ্রান্ত লোকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে। টাকা-পয়সা নিয়ে প্রতারণার জন্য আসামি সঞ্জয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ১০টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সঞ্জয় চন্দ্র সাহাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তার আসামি সঞ্জয় চন্দ্র সাহা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি দল আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।