আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেটে ইফতার বিতরণ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেট রেঞ্জের বিভিন্ন জেলায় অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে পহেলা বৈশাখের দিনে ইফতার বিতরণ করা হয়। আয়োজনে সিলেট বিভাগের জেলা সদরসহ চার জেলায় প্রায় এক হাজার গরীব ও দুস্থ মানুষ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী। এসময় তিনি পবিত্র রমজান মাসে ত্যাগের মহিমা সবার সামনে তুলে ধরেন। এছাড়াও দেশে শান্তি ও উন্নয়ন বজায় রাখতে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতির ওপর গুরুত্ব দেন তিনি। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অবদান তুলে ধরেন উপ-মহাপরিচালক। এসময় তিনি ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রাখারও আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট মো. ফয়সাল হোসেন ও সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃনাসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।