প্রচণ্ড গরমে অতিষ্ঠ খুলনার জনজীবন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

খুলনায় বর্তমান তাপমাত্রা ৪০ ডিগ্রি। তাপমাত্রা নির্দেশক অ্যাপসে ৪০ ডিগ্রি হলেও তাপ অনুভূত হচ্ছে ৪৪ ডিগ্রি। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। রোজাদার মানুষেরা বিপাকে পড়েছেন। সবথেকে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষরা। দাবদাহের কারণে ডাব, আনারস, মাল্টা, পেয়ারাসহ পানিজাতীয় ফলের চাহিদাও বেড়েছে। নগরীর সদর থানা মোড়ে লেবুর সরবত বিক্রি করছিলেন আইয়ুব আলী। তিনি বলেন, লেবুসহ অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এক গ্লাস সরবত ১০ টাকায় বিক্রি করছেন। স্যার ইকবাল রোডের ডাব নারকেল বিক্রেতা আমজাদ বলেন, রোজার শুরুতে একটা ডাব ৮০ টাকায় বিক্রি করলেও এখন তা সম্ভব হচ্ছে না। ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। খুলনা মহানগরীর খানজাহান আলী সড়কে রেজাউল নামে এক রিকশাচালক বলেন, প্রচণ্ড গরম পড়েছে। রমজানের শুরুতে গরম কম ছিল। কিন্তু বর্তমানে অনেক গরম। গরমে সারা শরীর ঘেমে যাচ্ছে। গরমের কারণে ঠিকমতো রিকশাও চালানো যাচ্ছে না। চোখ জলছে, পানি পিপাসা লাগে, শরীর দুর্বল হয়ে যায়। এই কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে রাস্তার ধুলাবালি। নগরের শিববাড়ি পাবলিক হলের সামনে দাঁড়িয়ে থাকা রিকশাচালক ওবায়দুল বলেন, গরমে অশান্তি লাগে।

গাড়ি চালালে ঘেমে যাই। রোদের তাপে মাথা যন্ত্রণা করে। বেশিক্ষণ রিকশা চালানোও যায় না। বিশেষ করে দুপুরে খুব বেশি গরম লাগে। রোদে পুড়ে যাই। তাই ভাড়া টানার পর ছায়ায় কিছু সময় জিরিয়ে নিতে হয়। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।