সরকারি জাকাত তহবিলে রংপুর চেম্বারের অর্থ প্রদান

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সরকারি জাকাত তহবিলে গত মঙ্গলবার ২ লাখ ৫১ হাজার টাকা প্রদান করা হয়েছে। রংপুরের জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীনের কাছে এই পরিমাণ অর্থের পে-অর্ডার হস্তান্তর করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। এ সময় চেম্বারের পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকরা উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় দুস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কার্যক্রম, প্রতিবন্ধী পুনর্বাসন, দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূক কাজে ব্যয়ের জন্য রংপুর চেম্বার এ অর্থ প্রদান করে। এ বিষয়ে চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, পরিচালকদের মধ্যে মোজাম্মেল হক ডাম্বেল, শাহজাহান বাবু, আবু হেনা মোহাম্মদ রেজওয়ানুল করিম, জাভেদ হাসান, সাবিহুল হক, হারুনুর রশিদ, চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল হক খোকন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সদস্য মিসেস মোর্শেদা খাতুন, আজিজুল ইসলাম মুকুল, সাদেক হোসেন মুন্না, বদরুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, মজিবর রহমান, ময়েন উদ্দিন, মাহফুজুল হক দুলু, ওবায়দুল হক, ইকবাল শাহাদৎ, শাহেদুল ইসলাম, শাহাদৎ হোসেন ভিআইপি, একেএম সাজ্জাদুল ইসলাম শোভন, শফিকুল ইসলাম, হুমায়ুন কবীর সওদাগর, সুরুজ বিড়ি ফ্যাক্টরী, বিপ্লব এলাহী, ইকরামুল হক, রফিকুল ইসলাম ফরহাদ ও সরওয়ার জাহান মানিক প্রমুখ সহযোগিতা করেছেন।