রোদ-মেঘের লুকোচুরির মধ্যে ঈদের ছুটিতে রাজশাহী নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার-পরিজন ও প্রিয়জনকে নিয়ে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
নগরীর শহীদ জিয়া শিশু পার্ক, বড়কুঠি পদ্মার পাড়, সীমান্ত নোঙর, ভদ্রা শিশু পার্কসহ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে জিয়া শিশু পার্ক ও পদ্মা গার্ডেনে।
সীমান্ত নোঙর পেরিয়ে সামান্য পথ পেরুলেই চোখে পড়ে সুদৃশ্য গ্যালারি সমৃদ্ধ মুক্তমঞ্চ। এটি লালন শাহ পার্ক। আঁকাবাঁকা সিঁড়ির মতো সাজানো-গোছানো গ্যালারিতে বসে অনায়াসে দেখা যায় পদ্মার অপরূপ দৃশ্য। নগরী টিকাপাড়া থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা ইসমত আরা পপি গণমাধ্যমকে বলেন, গত দুবছর করোনার কারণে পরিবার নিয়ে সেভাবে বের হতে না পারলেও এবারের ঈদটা একটু অন্যরকম। পরিবার নিয়ে বের হয়েছি। বাচ্চারা অনেক মজা করছে। ঈদের আনন্দটা উপভোগ করছি। পদ্মা পাড়ে ঘুরতে আসা রায়হানুল ইসলাম বলেন, পদ্মার বিশালতার পাশে দাঁড়ালে মনে প্রশান্তি আসে। তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। সবাই অনেক মজা করছে। লালন শাহ পার্ক পেরিয়ে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে হযরত শাহ মখদুমের (রহ.) মাজার। নদীর পাড়ঘেঁষে এ মাজারের অবস্থান। মাজার জিয়ারত কিংবা পরিদর্শনে এসে এক পলকের দেখা মেলে পদ্মা নদীর। মাজার সড়কের এপারেই নদীর ঘাট পর্যন্ত সুরম্য সিঁড়ি করে দিয়েছে সিটি করপোরেশন।