ঈদের ছুটি কাটাতে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিবার নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত সিলেটে ছুটে এসেছেন পর্যটকরা। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা। ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের ঢল নেমেছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথরে।
সিলেট শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরত্বের সাদাপাথর স্থানীয় লোকজন ও পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে। ধলাই নদীর শীতল পানির স্পর্শ নিতে মানুষজন ছুটে আসে এখানে। কুমিল্লা থেকে আসা ময়নুল ইসলাম নামে এক পর্যটক গণমাধ্যমকে বলেন, আমি ভোরে কুমিল্লা থেকে রওয়ানা দিয়ে দুপুরে সিলেটে আসি। হোটেলে একটু বিশ্রাম নিয়ে বিকেলে সাদাপাথরে এসেছি। সাদাপাথরের ধলাই নদীর শীতল স্পর্শ আমার মন চাঙা করে দিয়েছে।
সাদা পাথরের একদিকে রয়েছে ভারত আর অন্যদিকে বাংলাদেশ। মাঝখান দিয়ে বয়ে গেছে ধলাই নদী। নদীর দুই পাড়ে সারি সারিভাবে রয়েছে অসংখ্য সাদা রঙের পাথর। ওপরে নীল আকাশ আর তার ঠিক নিচের সবুজ পাহাড় বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। ঢাকা থেকে ঘুরতে আসা আব্দুল্লাহ বিন ওয়াজেদ নামে এক পর্যটক গণমাধ্যমকে বলেন, সাদাপাথর এলাকা এক কথায় অসাধারণ। প্রকৃতি এতো সুন্দর এখানে না এলে আমি বুঝতাম না।