ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিন দিনের ভারত সফরে স্বাস্থ্যমন্ত্রী

তিন দিনের ভারত সফরে স্বাস্থ্যমন্ত্রী

ভারতের দিল্লির প্রগতি ময়দানে ভারত স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত (২৬ থেকে ২৮ এপ্রিল) তিন দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে গতকাল মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩৯৭-এর একটি ফ্লাইটে ভারতের দিল্লি গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ছাড়েন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভূত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ শিরোনামে সম্মিলনে অংশ নিতে দিল্লি যান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। তিন দিনব্যাপী এই সম্মিলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বৃদ্ধি করা। সম্মিলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত বিভিন্ন দেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মিলনে ভারতের বিখ্যাত হাসপাতালসমূহ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থাসমূহ এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি সম্মেলন, আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত