ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিএল কলেজের পুকুর থেকে মরদেহ উদ্ধার

বিএল কলেজের পুকুর থেকে মরদেহ উদ্ধার

খুলনার দৌলতপুর বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি কাজী কামাল বলেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৭-৩৮ বছর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে খাকি রঙের একটি হাফপ্যান্ট ছিল। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন, লাশের পরিচয় শনাক্তে সিআইডি টিম এসেছে। তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে পরিচয় নিশ্চিত করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত