বরিশালের বাকেরগঞ্জে মসজিদে দুই কাজির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে বিয়ে। গত সোমবার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ আসর মসজিদে আনুষ্ঠানিকভাবে বর ও কনে পক্ষের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি কাবিনের আয়োজন করা হয়। রঙ্গশ্রী ইউনিয়নের কাজি শফিউল বাশারের এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। আকস্মিকভাবে মসজিদে উপস্থিত হন আরেক কাজি আবু হানিফা। এ সময় দুই কাজির বৈধতা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়।
আবু হানিফা বলেন, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজি। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছেন।