ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাশকতা মামলা

নারায়ণগঞ্জে হেফাজত নেতাসহ ৩১ জন খালাস

নারায়ণগঞ্জে হেফাজত নেতাসহ ৩১ জন খালাস

নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়ের করা একটি নাশকতা মামলায় দীর্ঘ ১২ বছর পর হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ডিআইটি জামে মসজিদের খতিব আব্দুল আউয়ালসহ ৩১ জন খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক কাজী মোহসীন তাদের খালাস প্রদান করেন। এই মামলার আসামি হিসেবে বিএনপি নেতারাও রয়েছেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ভূঁইয়া, অ্যাডভোকেট আলী হোসাইন ও অ্যাডভোকেট শায়লা পারভীন মিনা। অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ভূঁইয়া বলেন, একটি হরতালের ঘটনায় ২০১১ সালে মামলাটি করা হয়েছিল। এই মামলায় সাক্ষী ছিল ২১ জন। কিন্তু সরকার পক্ষ এই পর্যন্ত মাত্র একজন সাক্ষী আদালতে উপস্থিত করতে পেরেছেন। তিনি হচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য দিতে এসে তিনি সঠিক কোনো জওয়াব দিতে পারেননি। রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থিত করাতে ব্যর্থ হওয়ায় আদালত আসামিদের খালাস দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত