রংপুরে ট্যাঙ্কলরি ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি পালিত

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

জেল থেকে বেরিয়ে বাদী ও সাক্ষীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবিতে ২ ঘণ্টার জন্য দাহ্য পদার্থ বহনকারী ট্যাঙ্কলরী বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাঙ্কলরী ইউনিয়নের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাঙ্কলরী ইউনিয়ন নগরীর বাবুপাড়ার কার্যালয়ে দুপুর ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ২ ঘণ্টাব্যাপী সমস্ত কাজ বন্ধ রাখা, ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে তাজহাট থানাধীন মূল সড়কে বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ পালন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)সহ আহত তিনজনের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা না হলে আগামী রোববার হতে দেশব্যাপী কর্মবিরতি পালন করা হবে। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)’র নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক উকিল খান, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, সড়ক সম্পাদক নাসিম মিয়া, প্রচার সম্পাদক বড় সাকিল, কার্যকরী সদস্য সিরাজসহ সর্বস্তরের সদস্যরা। এ ব্যাপারে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মেহেরুল বলেন, মামলা পেয়ে হামলার সত্যতা পেয়েছি। আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। পরে ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া বাদী হয়ে তাজহাট থানায় একটি মামলা করেন। মামলা করা হলে ঈশাকে পুলিশ গ্রেপ্তার করে। ঈদুল ফিতরের তিন, চারদিন আগে জামিনে বের হন ঈশা, বের হয়ে পূর্বের মামলার জেরে ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের পাশের রাস্তায় সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)’র বাসায় যাওয়ার রাস্তায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঈদের পরের দিন দুপুরে আচমকা শাকিলবাহিনী হামলা চালায়, এতে সাধারণ সম্পাদক আলাউল মিয়াসহ দপ্তর সম্পাদক জোয়াদ খান তুফান ও আলাউলের ছেলে ইয়াছিন আরাফাত জীবন গুরুতর আহত হয়। এরই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল কর্মবিরতির মধ্য দিয়ে প্রতিবাদ করেন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নেতারা।