রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি, রংপুরের আয়োজনে দিবসটি পালিত হয়। সকাল ৯.১৫ ঘটিকায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।