ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহী সিটি নির্বাচন

দুদিনেও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি

দুদিনেও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দুই দিনেও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। গত শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে গত দুই দিনে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোববার থেকে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা যাবে। আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র নেয়া ও জমা দেয়া যাবে। নির্বাচন অফিসের তথ্য মতে, রাসিক নির্বাচনে এবার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দেবেন। পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার প্রথম ভোটার হয়েছেন ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী। গত বছর ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত