রংপুরে গ্রীষ্মকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে কবিদের সংগঠন কতিপয় কবিতাকর্মীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন কবিতা উৎসব। গত শনিবার পাবলিক লাইব্রেরি হলে আয়োজিত জমজমাট এ কবিতা উৎসবে সভাপতিত্ব করেন অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ। উৎসবে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও আবৃত্তিকার মো. শওকত আলী, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কবি নারায়ণ চন্দ্র বর্মা ও আমেরিকা প্রবাসী লেখক আজমল হক রাজু।

উৎসবে স্বাগত বক্তব্য রাখেন কতিপয় কবিতাকর্মী সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মাহবুবুল ইসলাম। শুভেচ্ছা কথা বলেন, লেখক সোহরাব দুলাল ও জনস্বাস্থ্য আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমেদ। এতে সরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন- বাদল রহমান, নজরুল মৃধা, জোসেফ আখতার, ব্রজগোপাল রায়, জাহিদ হোসেন, মাহমুদ ইলাহী মণ্ডল, নাহিদা ইয়াসমিন, এইচবি লাভলী, জাকির আহমদ, এসএম সাথী বেগম, ডক্টর নাসিমা আকতার, তৌহিদা খাতুন, রেজাউল করিম জীবন, এমাদ উদ্দিন আহমেদ, মোস্তফা সারওয়ার জুয়েল, বিমলেন্দু রায়, এসএম আবদুর রহিম, রুমানা বেগম, মাসুদ বিহংগ, ইরশাদ জামিল, এসএম আরিফুজ্জামান, মামুনুর রশীদ মামুন প্রমুখ।