প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড তার এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষণের তৎপর ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সরকার কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসব্যাপী অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষার কার্যক্রম ২০২৩ পরিচালিত হয়। এ উপলক্ষ্যে ‘জাটকা রক্ষা অভিযান-২০২৩’ পরিচালনায় তৎপর ভূমিকা পালন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসে জাটকা রক্ষা অভিযান-২০২৩ পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড চরঘেরা ও অন্যান্য জাল ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৫৫০ মিটার, বেহুন্দি জাল ১ হাজার ৬৪৫ পিস, কারেন্ট জাল ৬ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৮৭৫ মিটার, জাটকা ১ লাখ ৫২ হাজার ৫৬০ কেজি, বোট ১২৮টি জব্দ এবং ৪১৫ জন জেলেকে আটক করে।
অভিযানগুলোতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া, জব্দকৃত বোটসমূহ জেলা মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয় এবং আটককৃত জেলেদের জেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।