ঢাবি ইংরেজি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে “Mapping Gendered Spaces in Language, Literature and Culture” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথির বক্তব্য দেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সংযুক্তা দাশগুপ্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জেরিন আলম স্বাগত বক্তব্য দেন। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ধন্যবাদ জ্ঞাপন করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য লিঙ্গ সমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে সব ধরনের বাধা দূর করতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।