ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আইবিএর ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৪,৮৫৩ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার দিনে ক্যাম্পাসে গাড়ি পার্কিং নির্দেশনা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আজ শনিবার, ‘বিজ্ঞান ইউনিটে’র ভর্তি পরীক্ষা আগামী ১২ মে শুক্রবার এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিটে’র ভর্তি পরীক্ষা আগামী ১৩ মে শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে উক্ত পরীক্ষার দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোয় গাড়ি পার্কিং না করে শুধু বিশ্ববিদ্যালয়ের মহসীন হল খেলার মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ এবং বাংলা একাডেমি সম্মুখস্থ সোহরাওয়ার্দী উদ্যানে পার্কিং করার জন্য অনুরোধ করা হয়েছে।