ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীর বাজারে উঠেছে লিচু, তবে দাম চড়া

রাজশাহীর বাজারে উঠেছে লিচু, তবে দাম চড়া

মধুমাস জ্যৈষ্ঠ আসতে এখনো বাকি এক সপ্তাহ। তবে এরই মধ্যে রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। তবে দাম অনেক চড়া।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে ৫১২ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩ হাজার ৫০৯ মেট্রিক টন। সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে, রাজশাহী মহানগরীর সাহেববাজার, বিন্দুরমোড়, লক্ষ্মীপুর, স্টেশন ও শালবাগান বাজার ছাড়াও শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন সড়কের দুই পাশে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম ফল হিসেবে শখ করে বেশি দামেই কিনছেন অনেকে।

গত বৃহস্পতিবার সাহেববাজারে লিচু কিনতে আসেন মো. পিন্টু। তিনি গণমাধ্যমকে বলেন, রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার লিচু এগুলো। এগুলো প্রতিবছরই প্রথমে ওঠে। এবারো উঠেছে। এখন স্বাদেও মিষ্টি আছে। এবার বেশ ভালো লিচু বিক্রি হচ্ছে। প্রথম দিনে ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা। লিচু বিক্রেতা ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সারা বছর আমি অন্য ব্যবসা করি। এ সময় আম-লিচুর ব্যবসা করি। মূলত আমার ক্রেতারা ঢাকার। তবে আজই প্রথম লিচু এনেছি। তিন হাজার লিচু সকালে এনেছি। বাজারে প্রথম ওঠায় চাহিদা আছে। বিকাল ৫টা পর্যন্ত প্রায় আড়াই হাজার লিচু বিক্রি হয়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, রাজশাহীর বাজারে এখনো লিচু উঠছে বলে আমার ধারণা নেই। তবে শহরের ভেতর থেকে যদি লিচু আসে এগুলো মোজাফরপুরি। এগুলো আগাম হয়। এগুলো হালকা রঙিন হলেই মানুষ বিক্রি করে দেয়। এটার টেস্ট তেমন ভালো না, বিজও বড়। তবে আর মাত্র সাতদিন পরই ভালো লিচু উঠবে। রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, লিচু এখনো পরিপক্ব হয়নি। পরিপক্ব হতে আরো ৮-১০ দিন সময় লাগবে। লাল বর্ণ ধারণ করায় অনেকেই নিয়ে চলে আসছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত