ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএসএমআরএএইউ

আইকিউএসি অফিসের প্রশিক্ষণ কর্মশালা

আইকিউএসি অফিসের প্রশিক্ষণ কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) শিক্ষার গুণগতমান ও এর চলমান অগ্রগতি বাস্তবায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে গতকাল ৬ মে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিস ‘অ উধুষড়হম ডড়ৎশংযড়ঢ় ড়হ ছঁধষরঃু অংংঁৎধহপব ধহফ ওছঅঈ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি স্বাগত বক্তব্যে সবাইকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ থেকে লব্ধ অভিজ্ঞতা বিএসএমআরএএইউর গুণগতমান উন্নয়নে বাস্তবে প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানটির প্রথম পর্বে Quality Assurance এবং দ্বিতীয় পর্বে Institutional Quality Assurance Cell (IQAC) এর উপর মূল নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর এয়ার কমডোর এটিএম হাবিবুর রহমান সমাপনি বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব ফ্যাকাল্টি, স্টাফ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট ক্যাম্পাসের সদস্যরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত