ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ

রংপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ রংপুর মহানগর পর্যায়ের প্রতিযোগিতা রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম।

ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে এ মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অস্টম, নবম থেকে দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির তিনটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চল এ প্রতিযোগিতার আয়োজন করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক জাহাঙ্গীর আলম, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাজেদা বেগম বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত