ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাকা-রাজশাহী মহাসড়কে যানজট

ঢাকা-রাজশাহী মহাসড়কে যানজট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাড়তি মানুষ ও যানবাহনের চাপে শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কসহ আশপাশের প্রধান সড়ক ও সংযোগ সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। গতকাল শনিবার বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। পরীক্ষা শেষ হতে না হতেই তীব্র যানজটের কবলে পড়ে বিভিন্ন জেলা থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। এ পরিস্থিতিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যানজট সামলাতে হিমশিম খায়। যদিও যানজটের বিষয়টি মাথায় রেখে ক্যাম্পাসে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলসহ ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ক্যাম্পাসে সব ধরনের ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা, ব্যক্তিগত ও অন্যান্য যানবাহন কাজলা ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করে মেইন গেট দিয়ে বেরিয়ে যাওয়া, কৃষি ও চারুকলা অনুষদে যাওয়ার ক্ষেত্রে মন্নুজান হল-বেগম খালেদা জিয়া হল-স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন-তুঁত বাগান সংলগ্ন রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার, দূরপাল্লা ও আন্তঃজেলার বাসগুলোর ক্ষেত্রে রাজশাহী-ঢাকা মহাসড়ক এড়িয়ে বেলপুকুর বাইপাস ও ফল গবেষণার সামনের সড়ক ব্যবহার করাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত