খুলনার বাজারে লাগামহীন চিনি পেঁয়াজ আলুর দাম

প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরবরাহে কমের অজুহাত দেখিয়ে গত কয়েক সপ্তাহ ধরে খুলনার বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েই চলছে। এবার সে তালিকায় যোগ হয়েছে তেল, চিনি, পেঁয়াজ আর আলু। তেলের দাম একটু স্থিতিশীল থাকলেও অন্য তিন পণ্যের দাম যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। খুলনার বড় বাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার ঘুরে দেখা গেছে, একেক বাজারে ওই তিন পণ্য বিক্রি হচ্ছে একেক দামে। তবে একটু হলেও কমেছে মুরগির দাম। সবজি আর মাছের দাম আছে আগের মতোই।

ঈদের আগে খুলনার বাজারে লাল চিনি ১২০ টাকা আর সাদা চিনি ১১০ টাকায় বিক্রি হয়েছে। এখন সেই চিনি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজি। খুলনার বড় বাজারে চিনির মতোই পেঁয়াজের দামও বেড়েছে। কয়েক দিন আগে যে পেঁয়াজ ৩৮-৪০ টাকায় পাওয়া গেছে, সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি।

চিনির দাম কেন বাড়ছে এমন প্রশ্নের জবাব দিতে চাইছেন না কোনো ক্ষুদ্র ব্যবসায়ী। তারা শুধু বলছেন, চিনির আমদানি কম হওয়ায় সরবরাহও কমে গেছে।

অন্যদিকে সয়াবিন তেলের দাম ১১ মে থেকে বাড়ার ঘোষণা থাকলেও খুলনার বাজারে ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে। বড় বাজারে চিনিসহ মাসের বাজার করতে আসা হায়দার আলী নামে এক ব্যক্তি বলেন, প্রতি মাসেই বাজারের জন্য বাজেট বাড়াতে হচ্ছে। গত মাসে যে বাজার করতে পেরেছিলাম ৬ হাজার ৫০০ টাকার মধ্যে এবার সেই পরিমাণ বাজার করতে ৭ হাজার টাকা লেগে গেছে। এ টাকা খরচের অন্য খাত থেকে কমে যাবে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সবকিছুর দাম বাড়ে, কিন্তু আয়ের পরিমাণ বাড়ে না।

রাসেল হোসেন নামে ময়লাপোতা এলাকার এক বাসিন্দা বলেন, বড় বাজারে এসেছিলেন বেশ কিছু পণ্য কেনার জন্য। কিন্তু প্রায় সবপণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক কিছুই কিনতে পারিনি। কেনার তালিকায় তেল, চিনি, পেঁয়াজও ছিল। কিন্তু বাজারে এসেই দেখি এ তিন পণ্যের দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকার বেশি। প্রয়োজনের তাগিদে পরিমাণে কম নিতে হয়েছে।