ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তানজানিয়া প্রতিনিধি দলের বিইউপি পরিদর্শন

তানজানিয়া প্রতিনিধি দলের বিইউপি পরিদর্শন

গত রোববার তানজানিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পরিদর্শন করেন। বিইউপির মতো অনুরূপ একটি বিশ্ববিদ্যালয় তানজানিয়া প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে উক্ত প্রতিনিধিদল বিইউপিতে আগমন করে। প্রতিনিধিদলে ছিলেন কমডোর বাগানচেওরা ত্রাসিয়াস রুটামবুকা, কর্নেল নিলিন্দা উইলিয়াম ডুগুজা, কর্নেল রবার্ট ইপিমার্ক কাছি, কর্নেল লাউরেন্ট ইলিয়াস মঙ্গলওয়া, লে. কর্নেল ইরাস্ত সামাওয়েল বাবিরী, মেজর রিচার্ড স্ট্যানফোর্ড লিন্ডিকাম ও ফাতেমা ওমারি কাতুম্বিলি। তারা বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরিদর্শনকালে তাদের বিইউপির আইন, মূল কার্যক্রম, অধিভুক্ত প্রতিষ্ঠান পরিচালনার পদ্ধতি ইত্যাদিসহ অন্যান্য বিষয়াদি সম্পর্কে অবগত করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনরা। অবশেষে তারা বিইউপির বিভিন্ন ল্যাব, বঙ্গবন্ধু চেয়ার এবং ক্যাম্পাস পরিদর্শন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত