৪০তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশনের (এএফএনএস) র‍্যাংক পরিধান অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ৪০তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) কোর্সের র‍্যাংক পরিধান অনুষ্ঠান গতকাল সোমবার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এই অনুষ্ঠানের মাধ্যমে ১৯ জন প্রশিক্ষণার্থী এএফএনএস অফিসার আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে অন্তর্ভুক্তি লাভ করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে লেফটেন্যান্ট মোসা. শুকতারা খাতুন প্রথম স্থান এবং লেফটেন্যান্ট সাথী আক্তার দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে টাঙ্গাইলের ঘাটাইল এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যসহ প্রশিক্ষণার্থী অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অভিভাবক ও উপস্থিত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রশিক্ষণার্থী অফিসারদের র‍্যাংক পরিয়ে দেন এবং তাদের পেশাগত জীবনের আনুষ্ঠানিক সূচনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।