শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন
বললেন স্পিকার
প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে একটি উন্নয়নশীল দেশের পথে পা বাড়িয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার সরকার। বাংলার মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম করেছে, নেতৃত্বের অগ্রভাগে থেকেছে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দলের
সভাপতি। তিনি বলেন, শেখ
হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।
গতকাল বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগে তার সদস্যপদ নবায়ন করেন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন।