আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
জবাব দিলেন মেয়রপ্রার্থী মুফতি ফয়জুল করিম
প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তলবের জবাব দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসে স্বশরীরে হাজির হয়ে তিনি লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেন। জবাবে ভবিষ্যতে তিনি বা তার সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে অঙ্গীকার করেন। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবির। প্রার্থী ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে বরিশাল ফেরার পথে উৎসুক জনতা আমাকে রিসিভ করে নিয়ে আসেন। এ কারণে নির্বাচন কমিশন শোকজ নোটিশ পাঠায়। আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তাদের তলবে হাজির হয়েছি এবং কারণ জানিয়েছি। আশা করছি তারা আমার জবাবে সন্তুষ্ট। নির্বাচনি সব আইন সম্পর্কে এখনো অবগত নই। আগামীতে নির্বাচন কমিশনের সব নির্দেশনা মেনে চলব।
রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, তিনি লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিয়েছেন। তার জবাবে আমরা সন্তুষ্ট কি না তা প্রেস রিলিজের মাধ্যমে জানাব।