ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বুড়িগঙ্গায় কিশোরীর লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় কিশোরীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় ফতুল্লা পাগলা কোস্ট গার্ড জেটি সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত কিশোরীর আনুমানিক বয়স ১৩। ধারণা করা হচ্ছে, এক বা দুদিন আগে সে মারা গেছে। তবে কিশোরীর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন পাগলা নৌপুলিশের ডিউটি অফিসার মনির হোসেন জানান, দুপুরে লাশ উদ্ধারের পর ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে এক ব্যক্তি এসে দাবি করেন এটি তার বাকপ্রতিবন্ধী মেয়ে। তবে পরিচয় এখনো শনাক্ত হয়নি। লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত