ডিপিডিসিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান
প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জাতীয় শুদ্ধাচার কর্ম-কৌশল পরিকল্পনার আওতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২০২১-২২ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান করেছে। গতকাল বুধবার বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসি’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। ডিপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দাপ্তরিক কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ এমপ্লয়ি (২য়-৭ম গ্রেড) ক্যাটাগরিতে ২০২১-২২ অর্থবছরে ডিজিএম (এইচআর), এস্টেট অ্যান্ড ট্রান্সপোর্ট দপ্তরের ম্যানেজার (এইচআর) এলাইছ মিয়া, ৮ম-১২তম গ্রেড ক্যাটাগরিতে মো. আওলাদ হোসেন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেক), নির্বাহী প্রকৌশলী, গ্রিড সাউথ-১ এবং ১৩-১৬তম গ্রেড ক্যাটাগরিতে লাইনম্যান মেট মো. বিপ্লব আকন, নির্বাহী প্রকৌশলী, আন্ডার গ্রাউন্ড ক্যাবল (নর্থ) পুরস্কার লাভ করেন।
ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান তার বক্তব্যে শুদ্ধাচার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তার বক্তব্যে শুদ্ধাচার চর্চায় সব অংশীজনের অংশগ্রহণে সভা আয়োজন এবং তাদের মতামত গ্রহণের মাধ্যমে সেবার মানোন্নয়নের পরামর্শ প্রদান করেন।
পুরস্কার প্রাপ্তদের প্রণোদনা হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিপিডিসি’র নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিপিডিসি’র সব পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগদান করেন।