ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইভিএমের উদ্দেশ্য ভালো দেখছি না

বললেন জিএম কাদের
ইভিএমের উদ্দেশ্য ভালো দেখছি না

বরিশালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ইভিএম ভালো জিনিস। কিন্তু উদ্দেশ্যটা ভালো দেখছি না আমরা। যখন ইভিএম হয় অনেকে বলেন আমরা ভোট দিয়েছি এক দিক, এখন রেজাল্ট আরেক দিক। এখন কোনো সাক্ষী-প্রমাণ নাই। ব্যালটে হলে মারামারি হতো, প্রার্থী প্রার্থী তর্কবিতর্ক হতো, ভোটবাক্স দখল হতো, কেন্দ্র দখল হতো, সবই হতো। কিন্তু তারপরও একটা সাক্ষী-প্রমাণ থাকত, যে স্বচ্ছ হয়েছে কি না। আপনি কথা বলতে পারতেন ভোট সুষ্ঠু হয়নি রেকর্ড আছে। সেই সুষ্ঠু নির্বাচন আমরা চাচ্ছি। নির্বাচন সুষ্ঠু করতে কষ্ট হবে এজন্য ইভিএম চালু করেছে।

জেলার বাবুগঞ্জ উপজেলার বরিশাল বিমানবন্দরের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি করে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা জাতীয় পার্টি। তিনি আরো বলেন, জনগণের কথা হলো- ভোট যে যেখানেই দিক, সরকার যাকে চাবে নির্বাচনে তাকেই জয়ী করা হবে। জনগণের এই ধারণা কেন আসল? জনগণ কি বোকা নাকি। জনগণ কি বোঝে না?

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত