পাওনা পরিশোধের দাবিতে মুনলাক্সে শ্রমিক বিক্ষোভ
প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মুনলাক্স অ্যাপারেলস শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ওই কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ করেন। মুনলাক্স গার্মেন্টসের শ্রমিক মো. সাকিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এমএ শাহীন, সদস্য সচিব ইকবাল হোসেন, মুনলাক্সের শ্রমিক রানী আক্তার ও রাজ্জাক প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, মুনলাক্স অ্যাপারেলসের মালিক দেশে প্রচলিত শ্রম আইন লঙ্ঘন করে গত ৩০ মার্চ বেআইনিভাবে ২০ ধারায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মচারীকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। যেই শ্রমিকদের বছর বছর খাটিয়ে মালিক কোটি কোটি টাকা মুনাফা করেছে আজ তাদের আইনগত পাওনা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারখানা বন্ধ ঘোষণার পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের আইনগত সব পাওনা পরিশোধের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও মালিক পাওনাদি পরিশোধ করছে না। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিকদের হয়রানি করে চলেছে। মালিকের এ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো মালিকের বেআইনি কাজে সহায়তা করছে। শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না।