ছিনতাইয়ে বাধা দেয়ায় রিকশাচালককে ছুরিকাঘাত
প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ছিনতাইকালে বাধা দেয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর জনতা ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গত বুধবার রাতে নগরের শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিকশায় যাত্রীর বেশ ধরে এক নারীকে ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। ঘটনাটি দেখে এক রিকশাচালক এগিয়ে আসেন। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা সিএনজি অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ওই তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।