ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তেলের ট্যাংকারে বিস্ফোরণ

নিখোঁজ আবুল কাশেমের লাশ উদ্ধার

নিখোঁজ আবুল কাশেমের লাশ উদ্ধার

তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আবুল কাশেমের লাশ উদ্ধার করেছে বরিশাল ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার বিকাল ৫টায় কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজের পূর্ব পাশ থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।

বেলাল উদ্দিন বলেন, ‘আমরা স্পিডবোটযোগে নদীতে টহল দিচ্ছিলাম। তখন তার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। তারপর নগরী সংলগ্ন চাঁনমারি ঘাটে নৌপুলিশের কাছে লাশ হস্তান্তর করি। বরিশাল সদর নৌ থানার ওসি আবদুল জলিল জানান, লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, কয়েক দিন আগে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বরিশাল ডিপোর জন্য তেল নিয়ে চট্টগ্রাম থেকে কীর্তনখোলা নদীতে আসে জাহাজটি। এতে ১৩ লাখ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল ভর্তি ছিল। সেই তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এই বিস্ফোরণ ঘটে বলে জানান জাহাজের কর্মচারীরা। এই ঘটনায় স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৪) নিহত হন। ঘটনার সময় তিন কর্মচারী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন। তারা হলেন- কুতুব উদ্দিন, মো. রুবেল ও কামাল হোসেন। তাদের আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আবুল কাশেম। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা জাহাজের ইঞ্জিন রুমের এয়ারকম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত