ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর র‌্যাব-১৩ অভিযান

স্ত্রীকে কুপিয়ে হত্যার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে কুপিয়ে হত্যার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ২ লাখ টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় স্ত্রী সাহিদা বেগমকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি ঘাতক স্বামী দুলাল হোসেনকে বগুড়া জেলার সান্তাহার এলাকা থেকে গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব-১৩। গতকাল শুক্রবার বেলা ১১টায় রংপুর নগরীর আলমনগর এলাকায় র‌্যাব-১৩ রংপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়। র‌্যাব-১৩ প্রধান

কমান্ডার আরাফাত ইসলাম প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানান। এ সময়

র‌্যাব-১৩ রংপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মুগলিবাড়ি গ্রামের ওসমান গনির ছেলে দুলাল হোসেনের সঙ্গে সাহিদা বেগমের ২০ বছর আগে বিয়ে হয়। তাদের দুটি সন্তান আছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী দুলাল হোসেন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিল। টাকা না দেয়ায় তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করত। গত ১৫ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী দুলাল তার স্ত্রী সাহিদা বেগমের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় স্বামী দুলাল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সাহিদা বেগমের মাথায় আঘাত করে। তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত সাহিদা বেগমের ভাই বাদী হয়ে পাটগ্রাম থানায় হত্যা মামলা করে। ঘটনার পর থেকে আসামি পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে র‌্যাব-১৩ বগুড়া জেলার শান্তাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দুলাল হোসেন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত