ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গতকাল রোববার ইউএস সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬-১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য The Land Forces Pacific (LANPAC) কনফারেন্স এ অংশগ্রহণ করবেন। এ কনফারেন্সের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক

উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।

কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। কনফারেন্স শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৮ মে বিকালে (বাংলাদেশ সময় : ১৯ মে সকাল) যুক্তরাষ্ট্রের হাওয়াই হতে রওনা দিয়ে ২১ মে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত