বরিশাল সিটি কর্পোরেশন

মনোনয়নপত্র জমা দিলেন জাপার তাপস

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ম আহ্বায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, মো. মোরশেদ ফোরকান প্রমুখ। মনোনয়নপত্র দাখিল শেষে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, নগরবাসী নির্ভয়ে কেন্দ্রে যাবে, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে। সুতরাং, সেখানে জনগণের অংশগ্রহণ খুব জরুরি। জনগণ না গেলে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব না। যেহেতু জনগণের ভেতরে একটু বিভ্রান্তি ও হতাশা রয়েছে যে, ভোট আদৌ নিরপেক্ষ হবে কী হবে না। সুতরাং সরকারের কাছে আমার অনুরোধ বরিশাল সিটি করপোরেশনসহ সব সিটি করপোরেশনের ভোট যেন সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ হয়। রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, আমরা জানি উনি বিশেষ প্রার্থীর খুবই আপনজন এবং আত্মীয়। একজন আত্মীয় থাকলে সেখানে নিরপেক্ষতার প্রশ্ন আসতেই পারে। সুতরাং এত মানুষ, এত কর্মকর্তা সারা বাংলাদেশে আছে। সরকারের উচিত হবে, নিরপেক্ষতা বজায় রেখে জনগণকে আশ্বস্ত করার জন্য তাকে প্রত্যাহার করে অন্য এলাকায়

দেয়া এবং এখানে একজন আনেন, তাতে কোনো ব্যত্যয় হবে বলে মনে করি না।

তিনি বলেন, নির্বাচিত হলে বরিশাল শহরকে একটি উৎপাদনমুখী তিলোত্তমা শহর হিসেবে গড়তে চাই। বরিশাল শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে খালগুলো সংস্কার করার পাশাপাশি বর্ধিত এলাকায় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে শহরের উন্নয়নকাজ শুরু করব।