অ্যাডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) কার্যালয়ের পেনশন নথিঘর উদ্বোধন

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা সেনানিবাসে অবস্থিত অ্যাডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) কার্যালয়ের পেনশনার নথিঘর গত রোববার উদ্বোধন করেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঞা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র অর্থ নিয়ন্ত্রক মো. মোস্তফা কামাল, জয়েন্ট কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মুহাম্মদ খাদেমুল বাশার এবং ফাইন্যান্স কন্ট্রোলার মো. শফিকুর রহমানসহ উক্ত কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অ্যাডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) কার্যালয়ের প্রায় ২০ হাজার পেনশনারের পেনশন সংক্রান্ত নথি সুবিন্যস্তভাবে সংরক্ষণ করা হয়েছে।

এছাড়াও ভবিষ্যতে অবসরে গমনকারী কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন নথি সংরক্ষণের সুব্যবস্থা রয়েছে। পেনশন ঘরে সুশৃঙ্খলভাবে পেনশন নথি সংরক্ষণের ফলে পেনশনারদের পেনশন সংক্রান্ত কাজ দ্রুততার সঙ্গে সম্পাদন করা সম্ভব হবে এবং পেনশনারদের দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।