ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল সোমবার সকাল ৯টা থেকে অভ্যন্তরীণ ১১টি ও দূরপাল্লার একটি নিয়ে সব মিলিয়ে ১২টি রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক জানান, এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ২ দিন সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পায়রা সমুদ্র

বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। শুরুতে শুধুমাত্র যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে বরিশালের ১২টি নৌরুটে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ। এমনকি সব ধরনের নৌযান নিরাপদে নোঙর করে রাখার নির্দেশও দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত