ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৃক্ষরোপণে অবদান

ফের ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাচ্ছে রাসিক

ফের ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাচ্ছে রাসিক

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় আবারো প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছে। পদকসংক্রান্ত জাতীয় কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি এরইমধ্যে মৌখিকভাবে রাসিককে জানানো হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে আগামী ৫ জুন রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেয়া হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পেতে যাচ্ছে রাসিক। বিকালে রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ

কর্মকর্তা মোস্তাফিজ মিশু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১ এর জন্য রাজশাহী সিটি করপোরেশন চূড়ান্ত মনোনয়ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক বিবৃতিতে তিনি এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে রাসিক মেয়র বলেন, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি করপোরেশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত